Monday, October 22, 2018

ভালোবাসার ঘূঙ্গুর পরিয়ে

ভালোবাসার ঘূঙ্গুর পরিয়ে
মোঃ মোস্তফা কামাল আকন্দ

ভালোবাসার ঘূঙ্গুর পরিয়ে দিলাম প্রাণো পাখির পায়,
পাখি তো হইলনা আমার ঢুকল অন্য খাঁচায়।
আমার চোখের সামন দিয়ে  করে আসা যাওয়া,
কইতেও পারিনা সৈতেও পারিনা যায়না তারে ছিঁয়া।
চোখের পানি ফেলি শুধু পাখিরে দেখিয়া,
কেমনে থাকে গো পাখি আমারে ভূলিয়া।
এমন নিষ্ঠুর পাখিরে কেউ দিয়না মন প্রাণ শোপিয়া,
অবশেষে কাঁদতে হবে আমার মত পথে বসিয়া।

Thursday, October 18, 2018

জাতীয় শিশু শ্রম প্রতিরোধ

জাতীয় শিশু শ্রম প্রতিরোধ
মোঃ মোস্তফা কামাল আকন্দ

শিশু শ্রম একদম করে দাও বন্দ্ব,
তা না হলে আগামীর ভোবিস্যত অন্দ্ব।
খাদ্য বস্ত্র শিক্ষা অধীকার বাসস্থান,
না পেয়ে কেনো শিশু হচ্ছে লান্সীত অপমান।
খুধার জ্বালায় কিছু শিশু ডাস্টবিন ময়লার স্তুপে,
খুঁজছে খাদ্য পেটের খুধা মেটাতে।
অনাহারে অনাদারে ঘুমায় শিশু রাস্তার ফুটপাতে,
ধ্বংস হয়ে যাচ্ছে শিশু আঘাতে আঘাতে।
ওরাও তো মানুষ ভাই, এসো এক সাথে মিলে সবাই
। একটু দাঁড়াই সেই লান্সীত শিশুদের পাশে,
আর নয় অবহেলা হাত বুলাই মাথায় একটু
 ভালোবেসে।
বই খাতা হাতে দিয়ে পাঠিয়ে দাও পাঠশালয়,
সবাই করবে দোয়া কামনা যেন সে শুশিক্ষালয়।

Tuesday, October 16, 2018

একটি প্রশ্নের উত্তর দিন, পাঁচশত টাকা বিকাশে নিন!

মোঃ মোস্তফা কামাল আকন্দ।      

 

barud fire 777.blogspot. com
এর পক্ষ থেকে সবাই কে শুভেচ্ছ স্বাগতম।
একটি প্রশ্নের উত্তর দিন,পাঁচশত টাকা বিকাশে নিন।
প্রশ্নটি হচ্ছেঃ" একটি অংক "
সবাই লাইক শেয়ার দিয়ে এই পেইজের কমেন্ট বক্সে অংকটির ফলাফল দিবেন। তো অংকটি শুরু=
১টাকার কয়েন বিশটি, মোট বিশ টাকা। সেই বিশটি কয়েন কে ৭%ভাগে ভাগ করতে হবে, কোন ভাগে যেন
জোরা টাকা না পরে! ভাগের নিয়ম=১-৩-৫-৭-৯-১১-১৩-১৫-১৭-১৯ প্রতিটি ভাগে
বেজোর সংক্ষ্যা বশাতে হবে। ভাগের সংক্ষ্যা (২০%৭=(  )
" সঠিক উত্তর দাতাগণ টাকা পাবেন, সবাই মনে রাখবে? লাইক শেয়ার বেতিত উত্তর সঠিক হলেও গ্রহণ যুগ্ম
হবেনা।"
তো দেখা যাক, কজন বুদ্ধিমান টাকা নিতে পারেন?

Monday, October 15, 2018

বিচ্ছেদ এর জ্বালা

মোঃ মোস্তফা কামাল আকন্দ

বিকের ভিতর দুঃখের ভ্যালা,
বন্দ্বু কেন করছ অবহেলা।
খেলছ কেন বিচ্ছেদ খেলা,
কাছে এসো জুরাও মনের জ্বালা।
আমার মনটা বেঁধে প্রেম শীকলে,
নিষ্ঠুর হয়ে দূরে চলে গেলে।
বুক ভরা ভালোবাসা নিয়ে থাকি পথ চেয়ে,
প্রেম পিপাসা মেটাবো আমি তোমায় কাছে পেয়ে।
শূন্য হৃদয় পুর্ণ্য কর তোমার ভালোবাসায়,
তোমায় কাছে পেলে শীতল হবে আমার হৃদয়।

Sunday, October 14, 2018

স্বপ্ন

                         
                              স্বপ্ন
          মোঃ মোস্তফা কামাল আকন্দ

কবীর পুরে কীরের বাড়ি,

                                 রাস্তা থেকে দূর ভারি,

দেখতে গড়েয়া বিল।

                            মাঝি মাল্লা হৈ হুল্লা,

পদ্ম ফোটা ঝিল।

                        বর্ষাকালে থৈ থৈ পানি,

গ্রীষ্মকালে ধান খানি,

                            বাতাসে করে খেলা।

হয়না ষোড়শে আমন ধান,

                                   পানি থাকে মেলা।

তাই তো কবীর ঠিক করিল,

                                  কাটতে হবে নালা।

তবেই সে -না ফলবে ফসল,

                                     সুজলা সুফলা।

মাঠে হাঁসবে শোনার ফসল,

                                কেটে আনবে ঘরে চাষী,

বেচবে হাটে কিনবে নলক,

                       পড়বে রধূ, মুখ ফুটবে সুখের হাঁসি।

Saturday, October 13, 2018

ছেড়ে আসা গ্রামটি



ছেড়ে আসা গ্রামটি
             মোঃ মোস্তফা কামাল আকন্দ

ছেড়ে আসা গ্রামটি,
                           মনে পরে নামটি।
বটের তলায় বৈত শীতল বাতাস,
                         শান্তি শান্তি আ'হা কী শান্তি।।

বটের তলায় বসত আসর,
                            মাতীয়ে তুলত পুতি পড়ায়,
মাঝে মধ্যে জমত আসর,
                            ঢাক ঢল লাঠি বাড়ী খেলায়।
একটু আনন্দের মাঝে মানুষ,
                              দূর করত মনের ক্লান্তি।
শান্তি শান্তি আ'হা কী শান্তি।।

সোনার ফসল ফলায় মানুষ রোদ বৃষ্টি ঝড়ে,
                         মাঠে ঘাটে খেটে ওরা ক্লান্তি হয়ে পরে।
কঠোর পরিচশ্রমের পরে,
                           চাষী ফসল তোলে এনে ঘরে।
পরিচশ্রমি মানুষ গুলো,
               
                                          
   আনন্দের মাঝে যোগায় পরিচশ্রমি শক্তি।
শান্তি শান্তি আ 'হা কী শান্তি।।

barud fire

md. mostofa kamal akond



























Friday, October 12, 2018

বাড়ি আমার মেঘনার চর!




               বাড়ি আমার মেঘনার চর
           মোঃ মোস্তফা কামাল আকন্দ

বাড়ি আমার মেঘনার চর ঝাও ডাঙ্গাটার পাশে,

হুক্কা হুয়া শেয়াল ডাকে গভীর রাতে আসে।

মুক্ত হাওয়া বয়ে যায় সঙ্গে ধুলা  বালি,

এদিক সেদিক ছুটে বেরাই পুরোমাঠ খালি।

বর্ষা এলে নদী ভোরে যায় কানায় কানায়,

ছুটে চলে লঞ্চ জাহাজ আপন ঠিকানায়।

কোস্তরী ভেসে যায় পানির ঢেউয়ে ঢেউয়ে,

মুগ্দ হয়ে যাই আমি দেখি চেয়ে চেয়ে।

পানির শ্রতে ভাঙ্গে নদী গড়ে বালু চর,

ফসল ফলাই এচর ওচর গড়ে বসত ঘর।

বসত ভিটা ভাঙ্গে নদী বুকে ভারী দুঃখ,

কার কাছে বলব আমি সোনার মানুষ নাইকো।

গার্মেন্টস এ যারা চাকুরী করেন তাদের জন্য উপহার!

মোঃ মোস্তফা কামাল আকন্দ

গার্মেন্টস এ যারা চাকুরী করেন তাদের জন্য আকর্শণীয় উপহার।
সবাই ফ্লো করুন -




Thursday, October 11, 2018

" (১) এক নম্বর বিপদ সংক্ষেত! "

মোঃ মোস্তফা কামাল আকন্দ

যে মেয়েগণ, শাড়ী কিংবা সেলয়ার
কমীজ পড়ে - অটো রিক্সা, কিংবা -
মোটরবাইক এ উঠেন?
তাদের কাছে মীনতি করে বলা হচ্ছে,
দায়া করে - শাড়ীর আঁচল, কিংবা জামার
ওরনা সবাই নীয়নত্রনে রাখুন!
কারণঃ পড়নের ওরনা শাড়ীর আঁচল
চাক্কার সাথে পেঁচে গিয়ে - মারাত্মক
দূ্র্ঘটনার শীকার হণ।
তাই সবাই সচেতন ভাবে চলাফেরা করুন।
আর বিশেষ ভাবে বলা হচ্ছে, কোলে
শিশু বাচ্চা নিয়ে পথ চলুন - শান্ত ভাবে।
সবাই মনে রাখবেন? সময়ের চেয়ে
জীবনের মূল্য অনেক বেশি। আল্লাহ্ হাফেস।

Wednesday, October 10, 2018

তুমি কেমন মানুষ?

মোঃ মোস্তফা কামাল আকন্দ

তুমি কেমন মানুষ মন বোঝনা,
বোঝনা মনের ভাষা,
তবুও তোমার কাছে করি আমি,
একটু ভালোবাসার আশা।
বাতাস উঠলে গাছের পাতা নড়ে,
উঠে পানিতে ঢেউ,
গাছ উঠতে না জানলে, সাঁতার না জানলে,
গাছে উঠনা - পানিতে নামেনা কেউ।
ইট আগুনে পুড়ে লাল হয় কয়লা পুড়ে কালো,
প্রেমের আগুনে পুড়লে মানুষ পায় জীবনের আলো।
ভাল ভাল বাসা ভাল , ভাল শুনতে
প্রেমের কথা,
কষ্ট দিয়না বন্দ্বু তুমি অন্তরে লাগে ব্যথা।

ওভাই, একটু দাঁড়াও?

মোঃ মোস্তফা কামাল আকন্দ

ওভাই, একটু দাঁড়াও? ভাবিকে বলবে -
তার ছোট বোনের মোবাইল নম্বরটা
যেন আমাকে দেয়। ভাবির ছোট বোনকে
আমার খুব ভাল লাগে, আমি তাকে বিয়ে করব।

মোবাইল নম্বরের সাথে তার ছবিটা দিতে যেন ভোলেনা।

Monday, October 8, 2018

করম রাজা খরম পায়ে


মোঃ মোস্তফা কামাল আকন্দ

করম রাজা খরম পায়ে,
 ঠক-ঠক-ঠক আসছে হেটে গায়ে।

না

Sunday, October 7, 2018

তুমি বড় আজব মানুষ

মোঃ মোস্তফা কামাল আকন্দ

তুমি বড় আজব মানুষ,
                          সৈতে আর পারিনা,
আমায় ছুঁয়ে মনটা নিলে,
                            ভালোবাসা দিলেনা।
তোমায় দেখলে মন মানেনা,
                             শীউরে উঠে গা,
অন্তর আমায় ডেকে বলে,
                            জলদি ছুটে যা।
ভালোবাসায় নেই তো ভয়,
                            কেন করছ দিধা দ্বন্দ্ব,
প্রেমিক যারা ভয় পায়না তারা,
                             নীন্দুকেরা বলবেই তো মন্দ।
ভালোবাসা শুধুই,
                             ভালোবাসার জন্য।




Saturday, October 6, 2018

আমি হব গৃহ কবি

         আমি হব গৃহ কবি
মোঃ মোস্তফা কামাল আকন্দ

আমি হব গৃহ কবি,
গৃহের মাঝে আছে সবি।
সুখ শান্তি ভালোবাসা,
সবার গৃহে পৌছে দিব,
এই তো আমার মনের আশা।
কেউ কোরনা অবহেলা,
গৃহ সবার সুখের ভ্যালা।
দুঃখের সেথায় বাস,
ভূল পথে বাড়ালে পা,
চোখে জল ঝড়বে বার মাস।
বাড়ির মাঝে উঠান ভরা,
থাকবে সুখ দুঃখ ছাড়া।
এমন স্বপ্ন নিয়ে বুকে,
আছি আমি মহা সুখে।

গৃহ কবি মোঃ মোস্তফা কামাল আকন্দ

                গৃহ কবিঃ                                                 মোঃ মোস্তফা কামাল আকন্দ
পিতাঃ মৃত হাকিম উদ্দিন আকন্দ
মাথাঃ মোসাঃ লাল ভানু বেগম
গ্রাঃ পূর্ব শ্রীরাম পুর
পোঃ নলডাঙ্গা
থানাঃ সাদুল্লা পুর
জেলাঃ গাইবান্দ্বা।
ফেসবুক পেইজ শুধু এক বার / অথবা ঃ দুঃখের বাজার,কম