Friday, October 12, 2018

বাড়ি আমার মেঘনার চর!




               বাড়ি আমার মেঘনার চর
           মোঃ মোস্তফা কামাল আকন্দ

বাড়ি আমার মেঘনার চর ঝাও ডাঙ্গাটার পাশে,

হুক্কা হুয়া শেয়াল ডাকে গভীর রাতে আসে।

মুক্ত হাওয়া বয়ে যায় সঙ্গে ধুলা  বালি,

এদিক সেদিক ছুটে বেরাই পুরোমাঠ খালি।

বর্ষা এলে নদী ভোরে যায় কানায় কানায়,

ছুটে চলে লঞ্চ জাহাজ আপন ঠিকানায়।

কোস্তরী ভেসে যায় পানির ঢেউয়ে ঢেউয়ে,

মুগ্দ হয়ে যাই আমি দেখি চেয়ে চেয়ে।

পানির শ্রতে ভাঙ্গে নদী গড়ে বালু চর,

ফসল ফলাই এচর ওচর গড়ে বসত ঘর।

বসত ভিটা ভাঙ্গে নদী বুকে ভারী দুঃখ,

কার কাছে বলব আমি সোনার মানুষ নাইকো।

No comments:

Post a Comment