Wikipedia

Search results

Thursday, October 18, 2018

জাতীয় শিশু শ্রম প্রতিরোধ

জাতীয় শিশু শ্রম প্রতিরোধ
মোঃ মোস্তফা কামাল আকন্দ 1 2

শিশু শ্রম একদম করে দাও বন্দ্ব,
তা না হলে আগামীর ভোবিস্যত অন্দ্ব।
খাদ্য বস্ত্র শিক্ষা অধীকার বাসস্থান,
না পেয়ে কেনো শিশু হচ্ছে লান্সীত অপমান।
খুধার জ্বালায় কিছু শিশু ডাস্টবিন ময়লার স্তুপে,
খুঁজছে খাদ্য পেটের খুধা মেটাতে।
অনাহারে অনাদারে ঘুমায় শিশু রাস্তার ফুটপাতে,
ধ্বংস হয়ে যাচ্ছে শিশু আঘাতে আঘাতে।
ওরাও তো মানুষ ভাই, এসো এক সাথে মিলে সবাই
। একটু দাঁড়াই সেই লান্সীত শিশুদের পাশে,
আর নয় অবহেলা হাত বুলাই মাথায় একটু
 ভালোবেসে।
বই খাতা হাতে দিয়ে পাঠিয়ে দাও পাঠশালয়,
সবাই করবে দোয়া কামনা যেন সে শুশিক্ষালয়।

5 comments:

https://www.facebook.com/share/QMsbVBzw3hPB5pND/

শ্রমিক আন্দোলন চলছে বাইপাল।

শ্রমিক আন্দোলন চলছে বাইপাল।1 2