Monday, October 8, 2018

করম রাজা খরম পায়ে


মোঃ মোস্তফা কামাল আকন্দ

করম রাজা খরম পায়ে,
 ঠক-ঠক-ঠক আসছে হেটে গায়ে।

না
জানি কোন নারীকে খাজনা দিতে হবে,
ইজ্জত লুটে তার পায়ে।
অত্যাচারী করম রাজা, হয়েছে রক্ত পিচাষ,
যে নারীকে লাগছে ভাল, তার করছে সর্বনাস।
ধর্ষীতা সেই নারী গণ, করছে অভিসাপ,
আল্লাহ্ তুমি বিচার কর, রাজার নেইত মাপ।
অবশেষে করম রাজার, হল এমন দশা,
কণ্ঠ স্বর আটকে গেলো, নেইত মুখের ভাষা।
প্রতিবন্দ্বী হলেন রাজা, দিনে দিনে যাচ্ছে মৃত্যুর দিকে,
অসুস্থ রাজার জন্য, মায়া নেই রাজ্যবাসীর বুকে।
অন্যায় করলে, সাজা পেতে হবে কথাটা সত্যি,
যেই হক অপরাধী,পাবেনা কেউ মুক্তি।
🌀

No comments:

Post a Comment