Wikipedia

Search results

Wednesday, October 10, 2018

তুমি কেমন মানুষ?

মোঃ মোস্তফা কামাল আকন্দ

তুমি কেমন মানুষ মন বোঝনা,
বোঝনা মনের ভাষা,
তবুও তোমার কাছে করি আমি,
একটু ভালোবাসার আশা।
বাতাস উঠলে গাছের পাতা নড়ে,
উঠে পানিতে ঢেউ,
গাছ উঠতে না জানলে, সাঁতার না জানলে,
গাছে উঠনা - পানিতে নামেনা কেউ।
ইট আগুনে পুড়ে লাল হয় কয়লা পুড়ে কালো,
প্রেমের আগুনে পুড়লে মানুষ পায় জীবনের আলো।
ভাল ভাল বাসা ভাল , ভাল শুনতে
প্রেমের কথা,
কষ্ট দিয়না বন্দ্বু তুমি অন্তরে লাগে ব্যথা।

No comments:

Post a Comment

https://www.facebook.com/share/QMsbVBzw3hPB5pND/

শ্রমিক আন্দোলন চলছে বাইপাল।

শ্রমিক আন্দোলন চলছে বাইপাল।1 2