Wikipedia

Search results

Saturday, October 6, 2018

আমি হব গৃহ কবি

         আমি হব গৃহ কবি
মোঃ মোস্তফা কামাল আকন্দ

আমি হব গৃহ কবি,
গৃহের মাঝে আছে সবি।
সুখ শান্তি ভালোবাসা,
সবার গৃহে পৌছে দিব,
এই তো আমার মনের আশা।
কেউ কোরনা অবহেলা,
গৃহ সবার সুখের ভ্যালা।
দুঃখের সেথায় বাস,
ভূল পথে বাড়ালে পা,
চোখে জল ঝড়বে বার মাস।
বাড়ির মাঝে উঠান ভরা,
থাকবে সুখ দুঃখ ছাড়া।
এমন স্বপ্ন নিয়ে বুকে,
আছি আমি মহা সুখে।

1 comment:

https://www.facebook.com/share/QMsbVBzw3hPB5pND/

শ্রমিক আন্দোলন চলছে বাইপাল।

শ্রমিক আন্দোলন চলছে বাইপাল।1 2