আমি হব গৃহ কবি
মোঃ মোস্তফা কামাল আকন্দ
আমি হব গৃহ কবি,
গৃহের মাঝে আছে সবি।
সুখ শান্তি ভালোবাসা,
সবার গৃহে পৌছে দিব,
এই তো আমার মনের আশা।
কেউ কোরনা অবহেলা,
গৃহ সবার সুখের ভ্যালা।
দুঃখের সেথায় বাস,
ভূল পথে বাড়ালে পা,
চোখে জল ঝড়বে বার মাস।
বাড়ির মাঝে উঠান ভরা,
থাকবে সুখ দুঃখ ছাড়া।
এমন স্বপ্ন নিয়ে বুকে,
আছি আমি মহা সুখে।
Wikipedia
Search results
Subscribe to:
Post Comments (Atom)
https://www.facebook.com/share/QMsbVBzw3hPB5pND/
শ্রমিক আন্দোলন চলছে বাইপাল।
শ্রমিক আন্দোলন চলছে বাইপাল।1 2
-
আল্লাহ তোমার নামেরি গান, গাই সকাল সন্ধ্যা ইসলামী সঙ্গীত!
-
গৃহ কবিঃ মোঃ মোস্তফা কামাল আকন্দ পিতাঃ মৃত হাকিম উদ্দিন আকন্দ মাথাঃ মোসাঃ ...
-
জাতীয় শিশু শ্রম প্রতিরোধ মোঃ মোস্তফা কামাল আকন্দ 1 2 শিশু শ্রম একদম করে দাও বন্দ্ব, তা না হলে আগামীর ভোবিস্যত অন্দ্ব। খাদ্য বস্ত্র শিক...
-
দুইটি চ্যানেল সাবস্ক্রাইব করলে পাবেন = ২০টি সাবস্ক্রাইব 1 2 ১টি চ্যানেল সাবস্ক্রাইব করলে, পাবেন ১০ সাবস্ক্রাইব। ২টি চ্যানেল সাবস্ক্রাইব ...
-
আমি হব গৃহ কবি মোঃ মোস্তফা কামাল আকন্দ আমি হব গৃহ কবি, গৃহের মাঝে আছে সবি। সুখ শান্তি ভালোবাসা, সবার গৃহে পৌছে দিব, এই তো আম...
This comment has been removed by the author.
ReplyDelete