Wikipedia

Search results

Monday, October 22, 2018

ভালোবাসার ঘূঙ্গুর পরিয়ে

ভালোবাসার ঘূঙ্গুর পরিয়ে
মোঃ মোস্তফা কামাল আকন্দ

ভালোবাসার ঘূঙ্গুর পরিয়ে দিলাম প্রাণো পাখির পায়,
পাখি তো হইলনা আমার ঢুকল অন্য খাঁচায়।
আমার চোখের সামন দিয়ে  করে আসা যাওয়া,
কইতেও পারিনা সৈতেও পারিনা যায়না তারে ছিঁয়া।
চোখের পানি ফেলি শুধু পাখিরে দেখিয়া,
কেমনে থাকে গো পাখি আমারে ভূলিয়া।
এমন নিষ্ঠুর পাখিরে কেউ দিয়না মন প্রাণ শোপিয়া,
অবশেষে কাঁদতে হবে আমার মত পথে বসিয়া।

1 comment:

https://www.facebook.com/share/QMsbVBzw3hPB5pND/

শ্রমিক আন্দোলন চলছে বাইপাল।

শ্রমিক আন্দোলন চলছে বাইপাল।1 2