Wikipedia

Search results

Monday, October 15, 2018

বিচ্ছেদ এর জ্বালা

মোঃ মোস্তফা কামাল আকন্দ

বিকের ভিতর দুঃখের ভ্যালা,
বন্দ্বু কেন করছ অবহেলা।
খেলছ কেন বিচ্ছেদ খেলা,
কাছে এসো জুরাও মনের জ্বালা।
আমার মনটা বেঁধে প্রেম শীকলে,
নিষ্ঠুর হয়ে দূরে চলে গেলে।
বুক ভরা ভালোবাসা নিয়ে থাকি পথ চেয়ে,
প্রেম পিপাসা মেটাবো আমি তোমায় কাছে পেয়ে।
শূন্য হৃদয় পুর্ণ্য কর তোমার ভালোবাসায়,
তোমায় কাছে পেলে শীতল হবে আমার হৃদয়।

No comments:

Post a Comment

https://www.facebook.com/share/QMsbVBzw3hPB5pND/

শ্রমিক আন্দোলন চলছে বাইপাল।

শ্রমিক আন্দোলন চলছে বাইপাল।1 2