Wikipedia
Search results
Saturday, October 13, 2018
ছেড়ে আসা গ্রামটি
ছেড়ে আসা গ্রামটি
মোঃ মোস্তফা কামাল আকন্দ
ছেড়ে আসা গ্রামটি,
মনে পরে নামটি।
বটের তলায় বৈত শীতল বাতাস,
শান্তি শান্তি আ'হা কী শান্তি।।
বটের তলায় বসত আসর,
মাতীয়ে তুলত পুতি পড়ায়,
মাঝে মধ্যে জমত আসর,
ঢাক ঢল লাঠি বাড়ী খেলায়।
একটু আনন্দের মাঝে মানুষ,
দূর করত মনের ক্লান্তি।
শান্তি শান্তি আ'হা কী শান্তি।।
সোনার ফসল ফলায় মানুষ রোদ বৃষ্টি ঝড়ে,
মাঠে ঘাটে খেটে ওরা ক্লান্তি হয়ে পরে।
কঠোর পরিচশ্রমের পরে,
চাষী ফসল তোলে এনে ঘরে।
পরিচশ্রমি মানুষ গুলো,
আনন্দের মাঝে যোগায় পরিচশ্রমি শক্তি।
শান্তি শান্তি আ 'হা কী শান্তি।।
Subscribe to:
Post Comments (Atom)
https://www.facebook.com/share/QMsbVBzw3hPB5pND/
শ্রমিক আন্দোলন চলছে বাইপাল।
শ্রমিক আন্দোলন চলছে বাইপাল।1 2
-
আল্লাহ তোমার নামেরি গান, গাই সকাল সন্ধ্যা ইসলামী সঙ্গীত!
-
গৃহ কবিঃ মোঃ মোস্তফা কামাল আকন্দ পিতাঃ মৃত হাকিম উদ্দিন আকন্দ মাথাঃ মোসাঃ ...
-
জাতীয় শিশু শ্রম প্রতিরোধ মোঃ মোস্তফা কামাল আকন্দ 1 2 শিশু শ্রম একদম করে দাও বন্দ্ব, তা না হলে আগামীর ভোবিস্যত অন্দ্ব। খাদ্য বস্ত্র শিক...
-
দুইটি চ্যানেল সাবস্ক্রাইব করলে পাবেন = ২০টি সাবস্ক্রাইব 1 2 ১টি চ্যানেল সাবস্ক্রাইব করলে, পাবেন ১০ সাবস্ক্রাইব। ২টি চ্যানেল সাবস্ক্রাইব ...
-
আমি হব গৃহ কবি মোঃ মোস্তফা কামাল আকন্দ আমি হব গৃহ কবি, গৃহের মাঝে আছে সবি। সুখ শান্তি ভালোবাসা, সবার গৃহে পৌছে দিব, এই তো আম...
No comments:
Post a Comment