Monday, October 22, 2018

ভালোবাসার ঘূঙ্গুর পরিয়ে

ভালোবাসার ঘূঙ্গুর পরিয়ে
মোঃ মোস্তফা কামাল আকন্দ

ভালোবাসার ঘূঙ্গুর পরিয়ে দিলাম প্রাণো পাখির পায়,
পাখি তো হইলনা আমার ঢুকল অন্য খাঁচায়।
আমার চোখের সামন দিয়ে  করে আসা যাওয়া,
কইতেও পারিনা সৈতেও পারিনা যায়না তারে ছিঁয়া।
চোখের পানি ফেলি শুধু পাখিরে দেখিয়া,
কেমনে থাকে গো পাখি আমারে ভূলিয়া।
এমন নিষ্ঠুর পাখিরে কেউ দিয়না মন প্রাণ শোপিয়া,
অবশেষে কাঁদতে হবে আমার মত পথে বসিয়া।

Thursday, October 18, 2018

জাতীয় শিশু শ্রম প্রতিরোধ

জাতীয় শিশু শ্রম প্রতিরোধ
মোঃ মোস্তফা কামাল আকন্দ

শিশু শ্রম একদম করে দাও বন্দ্ব,
তা না হলে আগামীর ভোবিস্যত অন্দ্ব।
খাদ্য বস্ত্র শিক্ষা অধীকার বাসস্থান,
না পেয়ে কেনো শিশু হচ্ছে লান্সীত অপমান।
খুধার জ্বালায় কিছু শিশু ডাস্টবিন ময়লার স্তুপে,
খুঁজছে খাদ্য পেটের খুধা মেটাতে।
অনাহারে অনাদারে ঘুমায় শিশু রাস্তার ফুটপাতে,
ধ্বংস হয়ে যাচ্ছে শিশু আঘাতে আঘাতে।
ওরাও তো মানুষ ভাই, এসো এক সাথে মিলে সবাই
। একটু দাঁড়াই সেই লান্সীত শিশুদের পাশে,
আর নয় অবহেলা হাত বুলাই মাথায় একটু
 ভালোবেসে।
বই খাতা হাতে দিয়ে পাঠিয়ে দাও পাঠশালয়,
সবাই করবে দোয়া কামনা যেন সে শুশিক্ষালয়।

Tuesday, October 16, 2018

একটি প্রশ্নের উত্তর দিন, পাঁচশত টাকা বিকাশে নিন!

মোঃ মোস্তফা কামাল আকন্দ।      

 

barud fire 777.blogspot. com
এর পক্ষ থেকে সবাই কে শুভেচ্ছ স্বাগতম।
একটি প্রশ্নের উত্তর দিন,পাঁচশত টাকা বিকাশে নিন।
প্রশ্নটি হচ্ছেঃ" একটি অংক "
সবাই লাইক শেয়ার দিয়ে এই পেইজের কমেন্ট বক্সে অংকটির ফলাফল দিবেন। তো অংকটি শুরু=
১টাকার কয়েন বিশটি, মোট বিশ টাকা। সেই বিশটি কয়েন কে ৭%ভাগে ভাগ করতে হবে, কোন ভাগে যেন
জোরা টাকা না পরে! ভাগের নিয়ম=১-৩-৫-৭-৯-১১-১৩-১৫-১৭-১৯ প্রতিটি ভাগে
বেজোর সংক্ষ্যা বশাতে হবে। ভাগের সংক্ষ্যা (২০%৭=(  )
" সঠিক উত্তর দাতাগণ টাকা পাবেন, সবাই মনে রাখবে? লাইক শেয়ার বেতিত উত্তর সঠিক হলেও গ্রহণ যুগ্ম
হবেনা।"
তো দেখা যাক, কজন বুদ্ধিমান টাকা নিতে পারেন?

Monday, October 15, 2018

বিচ্ছেদ এর জ্বালা

মোঃ মোস্তফা কামাল আকন্দ

বিকের ভিতর দুঃখের ভ্যালা,
বন্দ্বু কেন করছ অবহেলা।
খেলছ কেন বিচ্ছেদ খেলা,
কাছে এসো জুরাও মনের জ্বালা।
আমার মনটা বেঁধে প্রেম শীকলে,
নিষ্ঠুর হয়ে দূরে চলে গেলে।
বুক ভরা ভালোবাসা নিয়ে থাকি পথ চেয়ে,
প্রেম পিপাসা মেটাবো আমি তোমায় কাছে পেয়ে।
শূন্য হৃদয় পুর্ণ্য কর তোমার ভালোবাসায়,
তোমায় কাছে পেলে শীতল হবে আমার হৃদয়।