Tuesday, February 18, 2020

Saturday, January 18, 2020

রূখে দাঁড়াও বাঙ্গালী

                           রূখে দাঁড়াও বাঙ্গালী
                                গৃহ কবিঃ
                     মোঃ মোস্তফা কামাল আকন্দ

স্বাধীন দেশের স্বাধীনতা, তবু কেনো মা-গো দাসত্তোতা।
স্বাধীন দেশের বুকে,
স্বাধীনতা বন্ধী কেনো, স্বাধীনতা মুক্তি আনো, জনগনের সার্থে।
সৈব কত মুখ বুজে আর, আঘাতে আঘাতে হয়েছি জ্বরো জ্বর, পারছিনা আর বাঁজতে,।
রূখে দাঁড়াও বাঙ্গালী, হয়ে শক্তিশালী,  স্বাধীনতার পক্ষে।
বিরোধীরা দিলে বাঁধা, রক্ত দিয়ে করব কাঁদা।
স্বাধীন দেশের মাঠকে,
একাত্তর এ যুদ্ধ তরে, পেয়ে ছিলো যে দেশ স্বাধীনতা।
সেই দেশের-ই কিছু লোক, করছে আজো স্বাধীনতার অমর্যাদা।
ধর-ধর বাঁছাই কর, স্বাধীনতা বিরোধীদের-কে,
আচ্ছা মত দিবে ধোলাই, বাব-বাব করে যেনো পালায়, ছেঁড়ে স্বাধীন বাংলাদেশকে।
ভূলোনা শত্রুরা একাত্তর এর যুদ্ধ-টা, যেমন ভাবে হয়েছিলো শেষ।
 হুশিয়ার সাবধান- হুশিয়ার সাবধান- হুশিয়ার সাবধান বাঙ্গালীর আদেশ।


Friday, December 27, 2019

Tuesday, November 19, 2019