রূখে দাঁড়াও বাঙ্গালী
গৃহ কবিঃ
মোঃ মোস্তফা কামাল আকন্দ
স্বাধীন দেশের স্বাধীনতা, তবু কেনো মা-গো দাসত্তোতা।
স্বাধীন দেশের বুকে,
স্বাধীনতা বন্ধী কেনো, স্বাধীনতা মুক্তি আনো, জনগনের সার্থে।
সৈব কত মুখ বুজে আর, আঘাতে আঘাতে হয়েছি জ্বরো জ্বর, পারছিনা আর বাঁজতে,।
রূখে দাঁড়াও বাঙ্গালী, হয়ে শক্তিশালী, স্বাধীনতার পক্ষে।
বিরোধীরা দিলে বাঁধা, রক্ত দিয়ে করব কাঁদা।
স্বাধীন দেশের মাঠকে,
একাত্তর এ যুদ্ধ তরে, পেয়ে ছিলো যে দেশ স্বাধীনতা।
সেই দেশের-ই কিছু লোক, করছে আজো স্বাধীনতার অমর্যাদা।
ধর-ধর বাঁছাই কর, স্বাধীনতা বিরোধীদের-কে,
আচ্ছা মত দিবে ধোলাই, বাব-বাব করে যেনো পালায়, ছেঁড়ে স্বাধীন বাংলাদেশকে।
ভূলোনা শত্রুরা একাত্তর এর যুদ্ধ-টা, যেমন ভাবে হয়েছিলো শেষ।
হুশিয়ার সাবধান- হুশিয়ার সাবধান- হুশিয়ার সাবধান বাঙ্গালীর আদেশ।
Wikipedia
Search results
Subscribe to:
Post Comments (Atom)
https://www.facebook.com/share/QMsbVBzw3hPB5pND/
শ্রমিক আন্দোলন চলছে বাইপাল।
শ্রমিক আন্দোলন চলছে বাইপাল।1 2
-
আল্লাহ তোমার নামেরি গান, গাই সকাল সন্ধ্যা ইসলামী সঙ্গীত!
-
গৃহ কবিঃ মোঃ মোস্তফা কামাল আকন্দ পিতাঃ মৃত হাকিম উদ্দিন আকন্দ মাথাঃ মোসাঃ ...
-
জাতীয় শিশু শ্রম প্রতিরোধ মোঃ মোস্তফা কামাল আকন্দ 1 2 শিশু শ্রম একদম করে দাও বন্দ্ব, তা না হলে আগামীর ভোবিস্যত অন্দ্ব। খাদ্য বস্ত্র শিক...
-
দুইটি চ্যানেল সাবস্ক্রাইব করলে পাবেন = ২০টি সাবস্ক্রাইব 1 2 ১টি চ্যানেল সাবস্ক্রাইব করলে, পাবেন ১০ সাবস্ক্রাইব। ২টি চ্যানেল সাবস্ক্রাইব ...
-
আমি হব গৃহ কবি মোঃ মোস্তফা কামাল আকন্দ আমি হব গৃহ কবি, গৃহের মাঝে আছে সবি। সুখ শান্তি ভালোবাসা, সবার গৃহে পৌছে দিব, এই তো আম...
ok
ReplyDelete