গৃহ কবি :
মো: মোস্তফা কামাল আকন্দ
বসন্তের আগমন।
বসন্তের আগমনে, শুভেচ্ছা সাগতমে,
ফুটিল ফুল গাছে,
সৌরভ ছুটেছে, কিদারুন মিশেছে,
বাতাসে ভেসে আসছে।
ফাগুনের হালকা গরম হাওয়ায়,
মন ছোটে সেই চাওয়ায়,
ইচ্ছে করে ঘুড়ি উরাই মাঠে।
শৈশবে, সেই কবে,
পেয়েছিলাম সেই স্বাদ বটে।
বসন্তের আগমন।
ReplyDelete