Wikipedia

Search results

Saturday, April 25, 2020

করোনা ভাইরাস থেকে বাঁচাতে চাই 👉🇧🇩

👉করোনা ভাইরাস থেকে বাঁচাতে চাই। 👉🇧🇩
👉প্রতিবাদী পোস্ট ঃ
গৃহ কবি ঃ মোঃ মোস্তফা কামাল আকন্দ।
বরাবর,
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বর্তমান সরকার এর দৃষ্টি আর্কশন করছি,
মহোদয় এর নিকট আকূল আবেদন, বর্তমান "আহামরি করোনা ভাইরাস সংক্রমণের ছাড়া ছড়ি"
এর মধ্যে তৈরি পোশাক শিল্প কারখানা খুলে শ্রমীকদের দিয়ে কাজ করার জন্য প্রস্ততি নিচ্ছে, তৈরি পোশাক শিল্প বি জি এম। কারখানা খোলার জন্য সরকারের কাছে অনুমতি আবেদন করবেন।
👉বর্তমান পরিস্থিতি র উপর নির্ভর করে সরকারের উচিত হবে "অনুমতি না দেওয়া " 👉 কারণ ঃ আহামরি করোনা ভাইরাস দমনের জন্য সরকারের কাছে কারখানা বন্ধ রাখা দরকার।
👉 কারণ ঃ শ্রমীকগণ ও মানুষ, ওদের ও আছে বাঁচার অধিকার। তাই কণ্ঠে আওয়াজ তুলুন
👉 আহামারি করোনা ভাইরাস থেকে বাঁচাতে চাই 👈 সবাই মিলে
আমার মতামত আমাদের দেশের মানুষ হিসেবে ব্যবহার করে সরকারের কাছে কারখানা বন্ধ রাখা দরকার।
ধন্যবাদ।



1 comment:

https://www.facebook.com/share/QMsbVBzw3hPB5pND/

শ্রমিক আন্দোলন চলছে বাইপাল।

শ্রমিক আন্দোলন চলছে বাইপাল।1 2